Home শিরোনাম বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া হবে-শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া হবে-শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

85
0
শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বৈশ্বিক সংকটের কারনে কাগজের দাম, কালির দাম বৃদ্ধি সহ নানা প্রতিকুলতার পরও বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া হবে। ২০১০সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বছরের শুরুতে প্রাং ৩৫কোটি বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে আসছে। এবারও তার ব্যার্তয় ঘটবে না।

আজ দুপুরে স্থানীয় অনিমা চৌধুরি অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বৃক্তৃতায় তিনি এই কথা বলেন।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন স্বাধীনতা বিরোধি শক্তিরা দেশে অস্থিতিশীল করার চেস্টা করছে। যারা এই দেশের স্বাধীনতা কে বিশ্বাস করে না, আর যাই হোক তাদের এই দেশে রাজনীতি করার কোন অধিকার নেই। এই বিজয়ের মাসে প্রত্যয় হওয়া উচিত এই দেশে কোন স্বাধীনতা বিরোধি শক্তি থাকতে পারে না্।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যালেঞ্জার প্রফেসর ড. মো: মশিউর রহমানের সভাপতিত্বে নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সহ অন্যান্যেরা বক্তব্য রাখেন।

Previous articleদর্শক শূন্য বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান
Next articleনাটোরে প্রতিপক্ষের হামলায় আ’লীগের ৫জন আহত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here