Home শিরোনাম বড়াইগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

বড়াইগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

200
0
বড়াইগ্রাম থানা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ 

নাটোরের বড়াইগ্রামে শাহানুর বেগম(৩৫) নামের ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে নিজ ঘরে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।বুধবার(২জুন) দিবাগত রাতের কোনো এক সময় তিন সন্তানের জননী এই অন্তঃসত্ত্বা গৃহবধূকে কে বা কাহারা হাত-পায়ের রগ সহ গলাকেটে হত্যা করে রেখে যায়।নিহত শাহানুর উপজেলার ভবানীপুর জোলাপাড়া গ্রামের চা দোকানি রাশেদ এর স্ত্রী।

জানা যায় ঘটনাস্থলের পাশেই পুরোনো ঐতিহ্য মাদারের গান চলছিল।নিহতের দুই সন্তান শাশুড়ি সহ পরিবারের সকলেই গানের অনুষ্ঠানে থাকায় এক বছরের শিশু সন্তান নিয়ে নিজ ঘরেই ঘুমিয়েছিলেন শাহানুর।

অনুষ্ঠান থেকে রাত্রি আনুমানিক সাড়ে ১২টার দিকে বাড়িতে ফিরে নিহতের ৮ বছরের শিশুকন্যা তার মায়ের রক্তাক্ত লাশ দেখে চিৎকার করে উঠলে পরিবারের অন্যান্য সদস্য সহ এলাকাবাসীরা এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম,নাটোর পিবিআই এর একটি দল, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর ফারুক হোসেন তালাশ।

পরে বৃহস্পতিবার সকালে সি.আই.ডি এসে প্রাথমিক আলামত সংগ্রহের পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করেন।

নিহতের শ্বাশুড়ি রশেনা বেগম ও দেবর রশিদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Previous articleকরোনার ‘হটস্পট’ নাটোর পৌর এলাকার সাত মহল্লা
Next articleগ্রাম-বাংলায় শুরু হয়েছে ‘হালখাতা উৎসব’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here