
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে অবৈধ ভাবে অস্ত্র রাখার দায়ে আফতাব হোসেন ভোলন নামে এক ব্যক্তিকে ১০বছরের কারাদন্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: শরীফ উদ্দিন এই আদেশ দেন।
২০২১সালের ২৫জুন কয়েন বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব। এসময় কয়েন বাজারের দোগাছি এলাকায় অস্ত্র কেনা-বেচার সময় আফতাব হোসেন ভোলন নামে এক ব্যক্তিকে আটক করে র্যাব।
এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। পরবর্তীতে মামলার সাক্ষ্য প্রমানের ভিত্তিতে অবৈধ ভাবে অস্ত্র রাখার দায়ে আফতাব হোসেন ভোলন কে ১০বছরের কারাদন্ড দেয় আদালত। এসময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।
