
নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহি নিহত হয়েছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে বনপাড়া-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিমুল ইসলাম জানান, গড়মাটি থেকে দুই বন্ধু মনন এবং আবির মোটরসাইকেল যোগে রাজাপুর যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ব্নপাড়া হাইওয়ে পুলিশ ও বড়াইগ্রাম থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
নিহত মনন (২২) গড়মাটি এলাকার ডাবলুর ছেলে এবং রাজাপুর এলাকার আবির হোসেন (২১) বলে জানায় পুলিশ।
