Home জেলা সংবাদ বড়াইগ্রামে দু’বাসের মুখোমুখি সংর্ঘষে একজন নিহত: আহত ১৫

বড়াইগ্রামে দু’বাসের মুখোমুখি সংর্ঘষে একজন নিহত: আহত ১৫

26
0
সড়ক দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রাম বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংর্ঘষে এক যাত্রী নিহত হয়েছেন। এসময় বাসে থাকায় কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার(১৪ই মার্চ) দুপুর ১২টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত যাত্রীর পরিচয় জানা সম্ভব হয়নি।

বনপাড়া হাইওয়ে থানার কর্মকর্তা হাবিবুর রহমান জানান, রাজশাহী থেকে একটি যাত্রীবাহী রত্না পরিবহন যাত্রী নিয়ে সিরাজগঞ্জ যাচ্ছিল। এসময় বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় পৌছালে ঢাকা থেকে ছেড়ে আসা বিপরীতমুখী একটি যাত্রীবাহী হানিফ পরিবহন বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলের রত্না পরিবহনের একযাত্রী নিহত হয়। এসময় দুই বাসে থাকা অন্তত ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা যাত্রীদের আহতের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধির করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Previous articleটেন্ডার নিয়ে বিরোধঃ হামলায় নিহত ১ঃ আহত ছাত্রলীগ নেতা
Next articleনাটোরে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক কর্মসসূচির উদ্ধোধন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here