
নাটোরের বড়াইগ্রামে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের সংষর্ঘে দু’জন নিহত ও ৫জন আহত হয়েছে। আহতদের স্থানীয় এবং নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ ভোরে নাটোর-ঢাকা মহাসড়কের খেজুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বনপাড়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, মাঝরাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন বড়াইগ্রামের খেজুরতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা গ্যাসের সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই শ্যামলী পরিবহনের সুপারভাইজার এবং চালকের সহকারীর মৃত্যু হয়।
এসময় খবর পেয়ে হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। নিহত দু’জনের মরদেহ ঝলমলিয়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। পরিচয় সনাক্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ঝলমলিয়া হাইওয়ে থানার এএসআই আরিফুল ইসলাম।
