নাটোর মানচিত্র

বড়াইগ্রামে যুবদল নেতার বাড়িতে ডাকাতি: ১০ভরি স্বর্ণ ও ৬লাখ টাকা লুট

বড়াইগ্রাম প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে যুবদল নেতা শরিফুল ইসলাম সুজন সরকারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত্রি আনুমানিক ৩ টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে।
শরিফুল ইসলাম সুজন উপজেলার গোপালপুর ইউনিয়নের, গোপালপুর সরকারপাড়া গ্রামে সরকার ফায়ার মিলের মালিক আবু বক্কর সরকারের ছেলে। এসময় আলমারি এবং লকার খুলে ৬ লাখ ৪০ হাজার নগদ টাকা এবং দশ ভরি স্বর্ণালংকার নিয়ে দ্রুত পালিয়ে যায় ।

এ বিষয়ে শরিফুল ইসলাম সুজন জানান, গভীর রাতে তার বাড়ির প্রাচীর টপকিয়ে প্রথমে একজন ভিতরে প্রবেশ করে সে মেইনগেট খুলে দিলে বাকি ডাকাত দলের সদস্যরা প্রবেশ করে। ৬ থেকে ৭ জন ডাকার দলের সদস্যরা প্রবেশ করার পর জানালার গিরিল কেটে সয়ন কক্ষে প্রবেশ করে, ভিতরে ঢোকার পর দেশীয় অস্ত্রশস্ত্র ধরে হাত-পা বেঁধে রেখে। এসময় আলমারি এবং লকার খুলে ৬ লাখ ৪০ হাজার নগদ টাকা এবং দশ ভরি স্বর্ণালংকার নিয়ে দ্রুত পালিয়ে যায় ।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, ডাকাতির ঘটনা জানার পরে আমরা সরে জমিনে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ডাকাত সদস্যদের আটকের চেষ্টা চলছে।

Check Also

লালপুর

নাটোরে আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫

বাংলাদেশ ছাত্রলীগের প্রতিস্ঠা বার্ষিকী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করা নিয়ে নাটোরের লালপুরে আওয়ামীলীগ-বিএনপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *