Home শিরোনাম বড়াইগ্রামে হাতকড়া ও পা বাঁধা অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার 

বড়াইগ্রামে হাতকড়া ও পা বাঁধা অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার 

85
0
হাতকড়া অবস্থায়

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে হাতকড়া ও পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১১টার দিকে মাঝগাঁও ইউনিয়নের বিলের মধ্যে হাত কড়া ও পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান মাস্টার জানান, জিন্স শার্ট ও হালকা খাকি রংয়ের প্যান্ট পরিহিত লাশটি বিলের মাঝখানে উপুর হয়ে পড়ে ছিল। তার দু’হাত পেছনে এবং হাতকড়া দিয়ে আটকানো ছিল। এছাড়া দু’পা রশি দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ বিলের মাঝখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, হাতকড়া ও মৃতদেহ উদ্ধারের বিষয়টি থানা পুলিশ গুরুত্বের সাথে পর্যালোচনা করছে এবং এ বিষয়ে তদন্ত শুরু করা হবে। তবে এর আগে লাশ সনাক্তকরণের চেষ্টা করছে পুলিশ।

Previous articleনাটোরে ৭লাখ ৩০হাজার টাকার যু্ব গেমসে সিঙ্গারা, কেক খেয়ে দিন পার খেলোয়াড়দের
Next articleনাটোরে হাটের জায়গা দখল করায় মামলা করলো আদালত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here