Home বিবিধ বনপাড়ায় পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর কর্মসূচির উদ্বোধন

বনপাড়ায় পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর কর্মসূচির উদ্বোধন

249
0

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম

র‍্যালি আলোচনার সভার মধ্য দিয়ে নাটোরের বনপাড়ায় পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বনপাড়া পৌরসভার সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন নাটোর জেলা প্রশাসক মো: শাহরিয়াজ পিএএ।

এ উপলক্ষে বনপাড়া পৌরসভার আয়োজনে সকাল ১১ টায় একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক মহাসড়ক প্রদক্ষিণ শেষে আবার পৌরসভার সামনে এসে শেষ হয়।

বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেনের সভাপতিত্বে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নাটোরের-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি সহ বনপারা পৌরসভার কাউন্সিলর বৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন,যেখানে সেখানে ময়লা ফেলে পরিবেশ নষ্ট করা যাবেনা নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলে পরিবেশকে রক্ষা করতে হবে, বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রোধে সরকারের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে এই কর্মসুচি হাতে নেয়া হয়েছে। শুধু মাত্র সরকার বা সরকারি দপ্তর থেকে এই কর্মসূচি পালন করলেই হবে না। সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই তাইলেই গ্রাম শহর পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে।

Previous articleনাটোরে দেশী নতুন পেঁয়াজের কেজি ৮০টাকা
Next articleবাগাতিপাড়া: জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নিপুন, ঝরে পড়া রোধে একডালা স্কুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here