
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাক চাপায় নিহত শিক্ষার্থী মাহবুব হাবীব হিমেলের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। দুপুর ২টায় নাটোর পৌর জামে মসজিদ ঈদগা মাঠে জানাযা শেষে তাকে গাড়ীখানা গোরস্থানে দাফন করা হয়।
এসময় জানাযায় নাটোর জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের সহ রাবির শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
এরআগে বেলা ১২টার দিকে রাজশাহী বিদ্যালয়ের পিক আপভ্যানে হিমেলের মরদেহ তার নানা বাড়ি শহরের কাপুরিয়াপট্টি নিয়ে আসা হয়। এসময় মরদেহ স্থানীয় নববিধান বালিকা বিদ্যালয়ে রাখা হয়। এসময় হিমেলের মরদেহের সঙ্গে রাবির ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু, প্রোভিসি সহ শিক্ষক এবং তার সহপাঠিরা আসেন।
হিমেলের মরদেহ তার বাড়িতে আসার পর হৃদয় বিদারক দৃশ্যের অবতরন হয়। আত্মীয়-স্বজন,এলাকাবাসী, সহপাঠি, শিক্ষকরা কান্নায় ভেঙ্গে পড়েন।
পরে দুপুর দেড়টার দিকে তার বন্ধুরা মরদেহ কাঁধে নিয়ে স্থানীয় পৌর জামে মসজিদের ঈদগা মাঠে নিয়ে যায়। পরে সেখানে জানাযা শেষে স্থানীয় গাড়ীখানা গোরস্থানে নিয়ে যায় তার বন্ধুরা। পরে সেখানে দাফন সম্পন্ন করে তারা।
