
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাউয়েট বিশ্ববিদ্যালয় সংলগ্ন ‘মোস্তাফিজ ভিলায় গলায় ফাঁস দিয়ে মেজবা উল জারিফ অর্ঘ (৩২) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)’র এল.এল.বি ৭ম ব্যাচের শিক্ষার্থী। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, নিহত জারিফ চাঁপাইনবাবগঞ্জ সদর থানা ভবন সংলগ্ন এলাকার মেজবাউল জাকের’র ছেলে । বিশ্ববিদ্যালয় সংলগ্ন ওই বাসার শয়নকক্ষের সিলিং ফ্যান ঝুলানো হুক’র সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে সে।
পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। আত্মহত্যার ধারনা করে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনী প্রক্রিয়া গ্রহণ করা হবে বলে জানান তিনি।
