Home শিরোনাম বাগাতিপাড়ায় করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু: নমুনা সংগ্রহ

বাগাতিপাড়ায় করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু: নমুনা সংগ্রহ

347
0
বাগাতিপাড়া হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় করোনা উপসর্গ নিয়ে ফেরেদৌসি বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার শালাইনগর পূর্বপাড়া গ্রামে মেয়ে জামাই এসরাইলের বাড়িতে তার মৃত্যু হয়। এই ঘটনায় স্বাস্থ্য বিধি মেনে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া নমুনা সংগ্রহের পাশাপাশি প্রাথমিক ভাবে বাড়িটি লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।

এদিকে, জেলায় প্রতিদিনই বাড়ছে করোনা রোগির সংখ্যা। গত ২৪ঘন্টায় আরো দু’জন করোনা রোগি সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট ৫৮জন করোনা রোগি সনাক্ত হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালেক ওই পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, বয়স্ক নারীর জন্ডিস ছিল পাশাপাশি হার্টের সমস্যা ছিল। শালাইনগর পূর্বপাড়া গ্রামের এসরাইলের শাশুড়ি ঢাকা থেকে জামাই বাড়িতে এসে গোপনে চিকিৎসা নিচ্ছিল। বুধবার সকালে তার মৃত্যু হয়। তার শরীরে জ্বর ছিল।

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল বলেন, মৃত নারীর নমুনা সংগ্রহের জন্য হাসপাতাল থেকে লোক পাঠানো হয়েছে। তবে মৃত ব্যক্তি দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন।

Previous articleসিংড়ায় মশক নিধন অভিযানে পৌর মেয়র
Next articleযুবককে হত্যা করে বাড়ির পাশে রেখে গেল দুর্বৃত্তরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here