Home বাগাতিপাড়া বাগাতিপাড়ায় কারিগরিতে একমাত্র গোল্ডেন জিপিএ জোবাইদার

বাগাতিপাড়ায় কারিগরিতে একমাত্র গোল্ডেন জিপিএ জোবাইদার

256
0
বাগাতিপাড়ায় কারিগরিতে একমাত্র গোল্ডেন জিপিএ ৫ জোবাইদার

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
চলতি বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল শাখায় নাটোরের বাগাতিপাড়া উপজেলা থেকে একমাত্র গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে নাহার এ জোবাইদা। এ বছর কারিগরি থেকে
উপজেলায় প্রত্যেক বিষয়ে এ প্লাস নম্বর নিয়ে সাফল্য অর্জনকারী একমাত্র শিক্ষার্থী সে।

 

মঙ্গলবার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ তথ্য নিশ্চিত করেছেন। মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলার মাধ্যমিক পর্যায়ের সাতটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাত্র ৭ জন জিপিএ ৫ পেয়েছে। তারা সবাই একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এর মধ্যে নাহার এ জোবাইদা একমাত্র সব বিষয়ে জিপিএ ৫ অর্জন করেছে। সে বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ট্রেডের ছাত্রী ছিল।

 

এর আগে সে জেএসসিতেও গোল্ডেন জিপিএ ৫ অর্জন করেছিল। কৃতি জোবাইদা নাটোরের সিংড়া সার্কেল অফিসের পুলিশের সহকারী উপ-পরিদর্শক আব্দুল আহাদ আলীর মেয়ে। এর আগে আব্দুল আহাদ বাগাতিপাড়া মডেল থানায় কর্মরত ছিলেন।

 

তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামে। উচ্চ শিক্ষা গ্রহন করে নাহার এ
জোবাইদা প্রকৌশলী হতে চায়। মেয়ের জন্যে সকলের কাছে দোয়া চেয়েছেন তার বাবা। অধ্যক্ষ শরিফ উদ্দিন আহম্মদ জোবাইদার ফলাফলের সত্যতা নিশ্চিত করে বলেন, সে অত্যান্ত মেধাবী ছাত্রী।

Previous articleগুরুদাসপুরে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সংস্কার
Next articleলালপুরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃৃত্যু!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here