
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় চায়ের স্টলে বজ্রপাতে আশিক নামের এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৭জন।
সোমবার সকাল ৮টার দিকে উপজেলার জামনগর করমদোষী নতুন ব্রিজ সংলগ্ন আব্দুল মালেকের চায়ের স্টলে এই বজ্রপাতের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে উপজেলার জামনগর করমদোষী নতুন ব্রিজ সংলগ্ন আব্দুল মালেকের চায়ের স্টলে চা পান করছিলেন ১০/১২জন।
এসময় বিকট শব্দে ওই চায়ের দোকানের ওপর বজ্রপাত পরে। এতে ঘটনাস্থলেই আশিক নামের এক যুবকের মৃত্যু হয়। আর আহত হয় অন্তত ৭জন। আহতদের মধ্যে ৫জনকে পুঠিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ২জনকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত সিরাজুল ইসলাম জানান, আহতদের পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
