
নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় গৃহবধুকে ধর্ষনের চেষ্টা ও স্কুল ছাত্রীকে অপহরনের পৃথক অভিযোগে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইলিয়াস আহম্মেদ লেলিনকে আটক করেছে পুলিশ। ২৩ মে (বৃহস্পতিবার) সন্ধ্যায় ভুক্তভোগি গৃহবধুর মা থানায় মামলা করার পর রাতে উপজেলার এককডালা বাজার থেকে তাকে আটক করে পুলিশ। আটক লেলিন চকগোয়াশ গ্রামের মসলেম উদ্দিনের ছেলে এবং ১নং পাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
একজন ইউনিয়ণ ছাত্রলীগ নেতার এমন নারী কেলেংকারীর কারণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। দ্রুত দোষী ছাত্রলীগ নেতা লেলিনের বিচার দাবী করেছেন ভুক্তভোগির পরিবার। তবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা ছাত্রলীগ।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, বাগাতিপাড়া উপজেলার তকিনগর গ্রামের এক গৃহবধুকে প্রায়ই উত্ত্যক্ত করে কু প্রস্তাব দিয়ে আসছিল ১নং পাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইলিয়াস আহম্মেদ লেলিন। এদিকে, লেলিন যে মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলো সে মেয়ের গত সাত মাস পূর্বে বিয়ে হয়। তার স্বামী একটি কোম্পানিতে চাকুরির সুবাধে ঢাকায় থাকেন। বুধবার মধ্যরাতে স্বামী না থাকায় গুই গৃহবধুর ঘরের দরজায় ধাক্বাধাক্বি করে লেলিন। এসময় গৃহবধু দরজা খুলে দিলে মুখে গামছা ঢুকিয়ে তুলি নিয়ে বাড়ির পাশে পুকুর ধারে নিয়ে যায় লেলিন। সেখানে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। পরে গৃহবধুর চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে লেলিন পালিয়ে যায়। এই ঘটনায় গৃহবধু বাদী হয়ে বৃহস্পতিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ ছাত্রলীগ সভাপতি লেলিনকে মামলায় গ্রেফতার দেখান।
এদিকে, গৃহবধু কে জোর পূর্বক ধর্ষনের চেষ্টার আগে ছাত্রলীগ সভাপতি লেলিনের বিরুদ্ধে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠে। গত ১৯ মে উপজেলার স্বরাপপুর পাঁচ মাথার মোড় নামক স্থান থেকে একই এলাকার ৮ম শ্রেণীতে পড়ুয়া স্কুল শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছে। সেখানে অভিযুক্ত তিনজনের মধ্য পাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইলিয়াস আহম্মেদ লেলিনকে দুই নম্বর অভিযুক্ত করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অভিযোগ হলেও গত ৭ দিনে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পারেনি বাগাতিপাড়া থানা পুলিশ।
এব্যপারে তদন্তকারি কর্মকর্তা ও বাগাতিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম বলেন, ঘটনার পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় গৃহবধুর মা বাদি হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলার পর একডালা বাজার থেকে অভিযুক্ত লেলিনকে গ্রেফতার করা হয়েছে।
বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুর রহমান শ্রাবন বলেন, ছাত্রলীগ সভাপতি লেলিন এর কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন ফেইসবুক এর মাধ্যমে জানতে পেরেছি। তিনি বলেন, কোন অন্যায়ের পক্ষে ছাত্রলীগ নেই, অন্যায় কারির শাস্তি হোক তিনি সেটা চান। এঘটনায় জেলা কমিটির সাথে কথা বলে সাংগঠনিক নিয়মে লেলিনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।
