Home শিরোনাম বাপের হত্যাকারীর ফাঁসির দাবীতে রাজপথে জীবনের ছোট্ট শিশু

বাপের হত্যাকারীর ফাঁসির দাবীতে রাজপথে জীবনের ছোট্ট শিশু

94
0
জীবনের ছোট্ট শিশু

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের মারধরে নিহত ছাত্রলীগ কর্মী জামিউল ইসলাম জীবনের হত্যাকারী আসাদুজ্জামান আসাদকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শ্বাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

দুপুরে নাটোরের সর্বস্তরের জনসাধারনের ব্যানারে শহরের কানাইখালি এলাকায় এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে নিহত জামিউল ইসলামের স্ত্রী, তার মা সহ পরিবারের সদস্যরা এবং রাজনৈতিক নেতৃবৃন্দরা অংশ গ্রহন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নলডাঙ্গায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের মারপিটে ছাত্রলীগ কর্মী জীবন মৃত্যুর এক সপ্তাহ পার হলেও আজ পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। দ্রুত আসাদুজ্জামান আসাদকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শ্বাস্তির দাবী জানান তারা।

ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলার আমতলী বাজারে জীবন ও তার পিতা ফরহাদ হোসেনকে ডেকে নেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। কথা কাটাকাটির এক পর্যায়ে চেয়ারম্যান আসাদ ও তার সহযোগীরা বাবা-ছেলেকে মারধর করেন। এরপর গত ২৬ সেপ্টেম্বর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনের মৃত্যু হয়।

Previous articleনাটোরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
Next article‌‘১০০’ টাকা নিয়ে হাতাহাতি: ১জনের মৃত্যু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here