
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় পূর্ব নির্ধারিত স্থানে বাফার সার গোডাউন স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
দুপুরে নলডাঙ্গা থানা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন ২ বছর আগে নলডাঙ্গা পেট্রল পাম্প সংলগ্ন প্রায় ৬ একর জমিতে ২০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন বাফা সার গোডাউন স্থাপনের জন্য ভিত্তি উদ্বোধন করা হয়।
জমি অধিগ্রহনের পর জমি মালিকদের নোটিশ দেয়ার পর থেকে গত ২ বছর সেখানে কোন ফসল আবাদ করতে পারেনি জমি মালিকরা। হঠাৎ করেই গোডাউন স্থানান্তরের ঘটনায় ক্ষুদ্ধ হয়ে উঠেছে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
