Home জেলা সংবাদ বাল্য বিবাহ না করলে উচ্চ শিক্ষার দায়িত্ব নিবো-নাটোরের ডিসি

বাল্য বিবাহ না করলে উচ্চ শিক্ষার দায়িত্ব নিবো-নাটোরের ডিসি

35
0
বাল্য বিবাহ

নিজস্ব প্রতিবেদক:
বাল্য বিবাহ না করার জন্য নাটোরে শপথ নিয়েছেন শতাধিক শিক্ষার্থী। স্থানীয় নববিধান উচ্চ বালিকা বিদ্যালয়ে ডিস্ট্রিক পলিসি ফোরমের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধ সমাবেশ শেষে শিক্ষার্থীরা এই শপথ নেয়।

এসময় জেলা প্রশাসক শামীম আহমেদ বাল্য বিবাহ না দেওয়ার শর্তে, অসচ্ছল ও দরিদ্র শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা পর্যন্ত লেখাপড়া ও বিয়েসহ সকল দ্বায়দায়িত্ব নেওয়ার ঘোষনা দেন।

বাল্য বিবাহ প্রতিরোধ সমাবেশে জেলা ডিপিএফ সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, স্কুলের প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকার, পিফরডি’র জেলা সন্ময়ক ওমর ডি কস্তা, ডিপিএফ সাধারণ সম্পাদক শিবলী সাদিক, সদস্য আনোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান টুটুল, মেহনাজ মালা ও লুৎফা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

Previous articleলালপুরে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ: পুলিশের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ
Next articleলালপুরে বিএনপির ৩’শ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা: গ্রেফতার ২

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here