
নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে বাড়িতে একা পেয়ে আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইয়ানুছ আলী (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ।
রোববার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের গুপিনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে।
আটকৃত আসামী ওই এলাকার মৃত-লছের উদ্দিন ফকিরের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগি মেয়ের বাবা বাদি হয়ে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগি শিশু মেয়ের বাবা জানান, সকালে বাসা থেকে তিনি বের হয়ে যান কাজের জন্য। মেয়ের মা মেয়েকে বাসায় রেখে প্রতিবেশির বাড়িতে যায়। সে সুযোগে প্রতিবেশি ইয়ানুছ আলী তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করলে পাশ্ববর্তী বাড়ির একজন মহিলা শিশু মেয়ের চিৎকারে এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
তবে আসামীর এর আগেও এ ধরনের অনেক ঘটনা রয়েছে এমনকি এলাকার বিভিন্ন শিক্ষার্থীদের স্কুল কলেজে যাওয়ার পথে বিরক্ত করে। তিনি আসামীর সঠিক বিচার দাবি জানান।
এ ব্যাপারে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থল থেকে খবর পাওয়া মাত্রই আসামীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা রজু করে নাটোর জেল হাজতে প্রেরণ করা হবে।
