
নিজস্ব প্রতিবেদক:
১১দফা দাবী বাস্তবায়নে রাজশাহী বিভাগের আট জেলায় পরিবহন ধর্মঘটের আজ দ্বিতীয়। ধর্মঘটের দ্বিতীয় দিনে ভোগান্তি বেড়েছে আরও।
বাস না পেয়ে ভোগান্তিতে পড়া যাত্রীরা নিজ নিজ গন্তেব্যে ছুটছেন ইজিবাই, সিএনজি অটো রিকশা ও রিকশা ভ্যানে। এতে করে বাড়তি টাকা গুনতে হচ্ছে সাধারণ মানুষকে।
এদিকে, আগামীকালকের বিএনপির রাজশাহী বিভাগীয় মহাসমাবেশকে কেন্দ্র করে জেলার আহমেদপুর,হরিশপুর,বনবেলঘড়িয়া বাইপাস সহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ন মোড়ে বসানো হয়েছে পুলিশের ব্যারিকেড ও চেকপোস্ট।
সন্দেহজনক যানবাহন থামিয়ে চলছে পুলিশি জিজ্ঞাসাবাদ। অনাকাঙ্খিত পরিবহণ ধর্মঘটে নাকাল যাত্রীরা নিজেদের বিরক্তি ও অসহায়ত্বের কথা প্রকাশ করেছেন।
