Home শিরোনাম বিএনপি মাঠে নামলে প্রশাসন বসে থাকবে না- নাটোরে তথ্য মন্ত্রী

বিএনপি মাঠে নামলে প্রশাসন বসে থাকবে না- নাটোরে তথ্য মন্ত্রী

139
0
হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক:
বিএনপি- জামায়াত আসলে অবিচ্ছেদ্দ অংশ, তাদের ঐক্য আছে এবং থাকবে জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করলে দলীয় নেতা কর্মীদের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। এজন্য আমাদের দলীয় নেতা কর্মীরা সজাগ রয়েছে। বিএনপি যেন মাঠে নেমে আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরী করতে না পারে।

আজ সকালে নাটোরে বাংলাদেশ টেলিভিশনের নাটোর উপকেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

এসময় নাটোরের জেলা প্রশাসক শামীম হোসেন, পুলিশ সুপার সাইফুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুই কোটি টাকা ব্যায়ে নির্মিত তিনতলা এই ভবনটি নির্মাণ করেন স্থানীয় গণপুর্ত অধিদপ্তর।

Previous articleনলডাঙ্গায় পুলিশি বাধার মধ্যে বিএনপির বিক্ষোভ সমাবেশ
Next articleসিংড়ায় বিএনপির কর্মসূচীকে ঘিরে মোড়ে মোড়ে ব্যারিকেট, লাঠি সোটা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here