Home বিবিধ বিজয় দিবসে শিন্নি উৎসব

বিজয় দিবসে শিন্নি উৎসব

323
0

কামাল মৃধাঃ
মহান বিজয় দিবস উপলক্ষে নাটোরে বিজয় শিন্নি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলার দিঘাপতিয়া এলাকায় উত্তরা কেজি ও বালিকা বিদ্যালয় সোমবার বিজয় দিবস উদযাপনে কর্মসূচীর অংশ হিসেবে এই ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহণ করে।

বিদ্যালয়ের বালিকা শাখার প্রধান শিক্ষক সেলিম ইমতিয়াজ জানান,সোমবার সকালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ দেশের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর বিজয় দিবসের তাৎপর্য ও আমাদের অঙ্গীকার বিষয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক আবু হাকিম মৃধা,দশম শ্রেণীর শিক্ষার্থী বিথি, হাফসা, ইভা, শর্মিলা, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী উম্মে হাবিবা ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মিথিলা।

এরপর বিজয় শিন্নি রান্না ও পরিবেশন করা হয়।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী গাওয়ালী শিন্নির আদলে আয়োজিত এই বিজয় শিন্নি উৎসবে অংশগ্রহণকারীরা ৫শ গ্রাম চাল ও ৫০ টাকা প্রদান করে। রান্না শেষে প্রত্যেককে জমা দেয়া ভাগের সংখ্যক শিন্নি প্রদান করা হয়। এরপর সকলে একসাথে বিদ্যালয়ের কক্ষে বসে ওই শিন্নি খেয়ে বিজয় আনন্দে মেতে ওঠেন। খাওয়া শেষে শিক্ষার্থীরা আনন্দমূলক কর্মসূচী পালন করে। এরপর পরিবারের সদস্যদের খাওয়াতে বিজয় শিন্নি বাড়িতে নিয়ে যায়।

Previous articleএ যেন আরেক বিআরটিএ অফিস!
Next articleলালপুরে নানান কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here