
নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব।
র্যাব জানায়, কম্পিউটারে ইডিটিং করে ভূয়া সীল মোহর ও বিদেশগমণ এবং চাকুরি সংক্রান্ত বিভিন্ন ভুয়া কাগজপত্র তৈরী করে বিদেশে পাঠানোর নাম করে টাকা হাতিয়ে নিয়ে আসছিল একটি চক্র।
https://studio.youtube.com/video/_34S-c37Gpk/edit
এই প্রতারক চক্রের দুই সদস্য লালপুর উপজেলার আলতাব হোসেন ও মুঞ্জুরুল ইসলাম। স্থানীয় কিবরিয়া হোসেন নামে এক যুবককে কম্বোডিয়ায় প্রেরণের প্রলোভন দেখিয়ে দেড় লাখ টাকা হাতিয়ে নেয় তারা।
এসময় ভুয়া বিদেশগমনের কাগজপত্র দেওয়া হয় ওই যুবককে। পরবর্তীতে র্যাবের কাছে অভিযোগ হলে গতকাল বিকেলে র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা শোভ বাজার এলাকা অভিযান পরিচালনা করে দুই প্রতারককে আটক করে।
