Home বিবিধ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

393
0

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মহিউদ্দিন আলম অপু নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার বিলপাড়া বুড়িরভাগ গ্রাম থেকে মহিউদ্দিন আলম কে আটক করা হয়।মহিউদ্দিন আলম অপু (২৬) ওই গ্রামের মকলেছুর রহমানের ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান,দিনাজপুর হাজি দীনেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে। পরে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন স্থানে একাধিকবার ধর্ষণ করে।বুধবার ওই ছাত্রী বাদী হয়ে বিয়ের প্রলেভনে ধর্ষণের অভিযোগ তুলে থানায় মামলা দায়ের করে।

ওই মামলায় মহিউদ্দিন আলম অপুকে আটক করা হয়। ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বৃস্পতিবার আটক মহিউদ্দিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

Previous articleনলডাঙ্গায় এবার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ডাকাতির চেষ্টা: সরঞ্জাম উদ্ধার
Next articleছাত্রশিবির নেতার দাপটে তটস্থ এলাকাবাসী!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here