Home জেলা সংবাদ বিসিএস ক্যাডারের পুলিশ ভেরিফিকেশনে মিষ্টি নিয়ে হাজির ওসি

বিসিএস ক্যাডারের পুলিশ ভেরিফিকেশনে মিষ্টি নিয়ে হাজির ওসি

1740
0

নিজস্ব প্রতিবেদকঃ

পুলিশ ভেরিফিকেশন মানেই ঘুষ লেনদেন। কিন্তু চিরায়ত সেই ধারনা ভেঙ্গে দিলেন নাটোরের সিংড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম। ঘুষ তো দুরের কথা স্বয়ং মিষ্টি নিয়ে ৩৯তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্তদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ ভেরিফিকেশন করছেন।

শনিবার নাটোরের সিংড়া উপজেলার আগপাড়া শেরকোল গ্রামের অনাত মোল্লার বাড়িতে যান সিংড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম। এবার অনাত মোল্লার ছেলে শরিফুল ইসলাম ৩৯তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওযায় পুলিশ ভেরিফিকেশনে যান ওসি মনিরুল ইসলাম। এসময় বিসিএস ক্যাডার শরিফুল ইসলাম, তার পিতা অনাত মোল্লা সহ পরিবারকে মিষ্টি মুখ করান ওসি।

অনাত মোল্লার বাড়িতে এমন কাণ্ড থেকে পুলিশ সম্পর্ক অনেকের ধারণা পাল্টে যায় এবং ওসি কে ধন্যবাদ জানান। সবাই ওসির ব্যবহারে মুগ্ধ হন । এসময় সিংড়া থানার সেকেন্ড অফিসার আহসানুজ্জামান ওসির সঙ্গে ছিলেন।

জানা যায়, গরীব পরিবারের ছেলে শরিফুল ইসলাম। সিংড়ার সমজান আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন তিনি। এরপর দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন শরিফুল ইসলাম।

সিংড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, শরিফুল ইসলামের পরিবার খুবই গরীব। এমন পরিবার থেকে বিসিএস ক্যাডারে চান্স পাওয়া ভাগ্যের ব্যাপার। অনেক কস্ট করেই বিসিএস এ চান্স পেতে হয়। তাই পুলিশ ভেরিফিকেশনে ওই সব মেধাবি ক্যাডারদের বাড়িতে গিয়ে মিষ্টি মুখ করিয়েছে। অনেকের সাথে দেখাও হয়নি, তাই সবাইকে থানায় চায়ের দাওয়াত দিয়েছি। ওই দিন সবাইকে ফুলের শুভেচ্ছাও জানাবো।

উল্লেখ্য, এবার সিংড়া উপজেলায় বিভিন্ন ক্যাডারে ৮জন বিসিএস এ চান্স পেয়েছে।

Previous articleকৃষকের বাড়ি গিয়ে ধান ক্রয় করলেন ইউএনও
Next articleনাটোর-বাগাতিপাড়া সড়কের বেহাল দশা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here