
নিজস্ব প্রতিবেদক,
নাটোর বিসিক শিল্প নগরীতে তিন দিন ব্যাপী বিসিক বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে দত্তপাড়া বিসিক শিল্পনগরী চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ।
পরে অতিথিবৃন্দ মেলায় বিসিকের ক্ষুদ্র ও কুটির শিল্পের স্টলগুলো ঘুরে দেখেন।এ উপলক্ষে বিসিক উপ-ব্যবস্থাপক দিলরুবা দীপ্তির সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি নুরুউন নবী সোনারসহ কর্মকর্তাবৃন্দ।
এ সময় শিল্প কারখানার মালিকরা শিল্প স্থাপনে লাইসেন্সসহ বিভিন্ন বিষয়ে জটিলতা দূর ও গ্যাস সরবরাহ ব্যবস্থা করার দাবী জানান। দাবীর প্রেক্ষিতে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান সকল জটিলতা দূর ও গ্যাস সরবরাহ বিষয়ে উর্দ্ধতন মহলে আলাচনা করার বিষয়ে আশ্বাস দেন। মেলায় মোট ৩০ টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত স্টলগুলো জনসাধারণের জন্য খোলা থাকবে।
