
নিজস্ব প্রতিবেদক
সরকারী বরাদ্দ না থাকায় নাটোরে ব্যক্তি উদ্যোগে ১’শ মিটার রাস্তা নির্মাণ করা হচ্ছে। নাটোর-রাজশাহী মহাসড়ক থেকে সুগার মিলস সড়কের অন্তত ১০০ মিটার রাস্তা নির্মাণ করছেন বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন।
সোমবার সকালে রাস্তা নির্মান কাজের উদ্বোধন করেন, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী খন্দকার মাহাবুবুর রহমান, এসএস ফিড ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের ম্যানেজার কামাল হোসেন, পৌরসভার কাউন্সিলর আরজু শেখ, নাটোর পৌরসভার সহকারী প্রকৌশলী গোলাম মোস্তফা সহ অন্যান্যেরা।
নাটোর পৌরসভার সহকারী প্রকৌশলী গোলাম মোস্তফা জানান, নাটোর-রাজশাহী মহাসড়ক থেকে সুগার মিলস পর্যন্ত রাস্তাটি প্রতিবছর পৌরসভা সংস্কার করে। কিন্তু এই মুহুর্তে পৌরসভার অর্থ বরাদ্দ না থাকার কারনে ব্যক্তি উদ্যোগে ব্যবসায়ী কামাল উদ্দিন ১০০মিটার রাস্তাটি নির্মাণ করছেন। এরমধ্যে একটি ব্রীজও নির্মাণ হবে। এই নির্মাণ কাজে অন্তত ১০লাখ টাকা ব্যয় হবে।
