Home জেলা সংবাদ বড়ইগ্রামে বন্ধ হয়নি এনজিওর কিস্তির টাকা

বড়ইগ্রামে বন্ধ হয়নি এনজিওর কিস্তির টাকা

412
0
এনজিওর কিস্তি

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
সরকারী এবং জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে নাটোরে বড়ইগ্রামে বিভিন্ন এনজিও তুলছে কিস্তির টাকা। মাঠ পর্যায়ে কর্মচারী পাঠিয়ে টাকা আদায় করছে তারা।

কর্তৃপক্ষ বলছে, সদস্যদের কোথাও চাপ সৃষ্টি করছেন না। সদস্যরা ঋণের কিস্তির টাকা স্বেচ্ছায় দিলে তা নিচ্ছেন।

বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নে কয়েকজন জানান, ব্রাক থেকে তিনি ঋণ নিয়েছিলেন। বাড়ীতে এসে মাঠকর্মী বলে গেছেন আগের মতোই করে থেকে টাকা দিতে হবে।

এনজিও প্রতিনিধিরা জানান, সরকার জুন পর্যন্ত কিস্তি আদায় বন্ধ ঘোষণা করেছে কারণে আমরা কাউকে চাপ দেই না। যেহেতু আমাদের অফিস খোলা সে কারণে কিস্তির টাকা গ্রহণ করছি।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ জানান জানান, সীমিত আকারে এনজিও গুলো কিস্তি তুলতে পারবে । কারও বিরুদ্ধে কিস্তি জোরপূর্বক কিস্তি তোলার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Previous articleনাটোর জেল সুপারের রমরমা ক্যান্টিন বাণিজ্য
Next articleবড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here