Home শিরোনাম বড়াইগ্রামের জোনাইলে আ’লীগের দু পক্ষের কর্মসূচী- ১৪৪ ধারা জারী

বড়াইগ্রামের জোনাইলে আ’লীগের দু পক্ষের কর্মসূচী- ১৪৪ ধারা জারী

1183
0

নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচীকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ জানান, আজ বৃহস্সপতিবার সকালে বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন আছাদের ধানের খোলায় আওয়ামী লীগের সম্মেলন ডাকে উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারীর সমর্থকরা।
এদিকে স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস এর সমর্থকরাও একই স্থানে সমাবেশের ডাক দেন। একই স্থানে উভয়ের সমাবেশ ডাকার কারণে সংঘাত এরাতে ১৪৪ ধারা জারী করে প্রশাসন।

এ নিয়ে উত্তেজনা ও সংঘাতের আশংকা তৈরী হলে ওই এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারী করে উপজেলা প্রশাসন।

Previous articleবনপাড়া-পাবনা মহাসড়‌কে ট্রাক চাপায় সাই‌কেল আরহী নিহত
Next articleকলেজ ছাত্রের হাতে রগ কেটে দিল সন্ত্রাসীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here