
নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ইউনিয়ানে আওয়ামী লীগের পাল্টাপাল্টি কমিটি গঠন করছেন দলীয় দুইটি গ্রুপ। ফলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। একটিতে নের্তৃত্ব দিচ্ছেন গুরুদাসপুর বড়াইগ্রাম আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি আর অপরটিতে উপজলো চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
উপজেলার চান্দাই ইউনিয়নে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয় গত ২ জানুয়ারি। আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান সরকার কে সভাপতি ও ফরদিুল ইসলাম সাধারণ সম্পাদক পদে ত্রি-বার্ষিক কাউন্সিল মাধ্যমে কমিটির নাম ঘোষণা করেন।
দুইদিন পরেই গত ০৫ জানুয়ারি ৭ নং চান্দাই ইউনিয়নে ত্রি-বার্ষীক সম্মেলন ডেকে উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারী, শামসুজ্জামান গোলামকে সভাপতি এবং আমিনুল ইসলাম ইন্তাজকে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটির নাম ঘোষণা করেন।
০৩ জানুয়ারী ৩ নং জোনাইল ইউনিয়নে বর্তমান কমিটির সভাপতি আব্দুস সোবহান হারেজ কে পূনরায় সভাপতি ও নজরুল ইসলাম কে পূনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করেন সংসদ সদস্য আলহাজ আব্দুল কুদ্দুস এমপি।
০৪ জানুয়ারি ৬নং গোপালপুর ইউনয়িন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দিতায় মোঃ মোতালেব হোসেন খান এবং সাধারণ সম্পাদক পদে শামসুর রহমান শাহীন (মাষ্টার) নির্বাচিত ঘোষণা করেন সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
০২ জানুয়ারি পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারী সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারন সম্পাদক জনাব আবুল হাস কে নতুন করে আরেকটি কমিটির নাম ঘোষণা করেন।
০৭ জানুয়ারি সম্মেলনে করে মাঝগাঁও নতুুন আরেকটি কমিটির সভাপতি মোঃ খোকন মোল্লা ও সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক মাষ্টারের নাম ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
১৬ জানুয়ারি জোনাইল ইউনিয়নে ত্রি-বার্ষিক কাউন্সিলে তারিখ ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারী কিন্তু সহিংসতার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
পরে জোনাইল ইউনিয়ানে সভাপতি মোঃ আবুল কালাম আজাদ ও সাধারন সম্পাদক মোঃ মাহতাব উদ্দিন মাষ্টার কে উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারী পাল্টা কমিটির নাম ঘোষণা করেন ।
১৬ জানুয়ারি তিরাইল উচ্চ বিদ্যালয় মাঠে আশরাফুল ইসলাম আশুকে সভাপতি এবং বজলুর রহমানকে সাধারন সম্পাদক করে কমিটি ঘোষনা করেন সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক আঃ কুদ্দুস এমপি। ১৩ জানুয়ারি ২ নং বড়াইগ্রাম ইউনিয়ানে মাসুদ রানা মান্না কে সভাপতি এবং আব্দুল মমিন চেয়ারম্যান কে সাধারণ সম্পাদক করে কমিটির নাম ঘোষণা করেন সংসদ আলহাজ্ব আব্দুল কুদ্দুস এমপি।
১৭ জানুয়ারি ২ নং বড়াইগ্রাম ইউনিয়ন সম্মেলন করে সভাপতি ইসাহাক আলী মোল্লা, সাধারণ সম্পাদক আ: রাজ্জাকের নাম ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি জানান বাংলাদশে আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী উপজেলার সাতটি ইউনিয়নে পর্যায়ক্রমে সম্মেলন করে কমিটি করা হচ্ছে। আর উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারী দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গ করে ব্যক্তি উদ্যোগে ভাড়াটিয়া লোক নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ওই সব তথাকথিত সম্মেলনের নামে বিশৃংখলা সৃষ্টি করে যাচ্ছে। এতে প্রকৃত আওয়ামী লীগের কোন নেতার অংশ গ্রহণ নাই।
অপরদিকে আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। বলেন,আমি নৌকা প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, আর যারা নৌকা পক্ষে কাজ করে তাদের নিয়েই প্রতিটি ইউনিয়নে কমিটি করছি।
