
নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং পঞ্চম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন ও পুরস্কার বিতরণী-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
প্রযুক্তি মন্ত্রনালয় আয়োজিত ও উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায়
মঙ্গলবার দুপুরে বড়াইগ্রাম উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।
যুব উন্নয়ন কর্মকর্তা আবু হানিফ মিয়ার সঞ্জালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী,বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী।
বিজ্ঞান মেলা এবং ৫ম জাতীয় অলিম্পিয়াডে উপজেলার বনপাড়ার সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়,জোনাইনের সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়,বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়,এস আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার,আহম্মেদপুর এম এইচ উচ্চ বিদ্যালয়,জোনাইল ডিগ্রী কলেজ,আহম্মেদপুর অনার্স কলেজ, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজ,গোপালপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহন করেন।
