Home বড়াইগ্রাম বড়াইগ্রামে ট্রাক- মাইক্রোবাস সংঘর্ষে চালক নিহত

বড়াইগ্রামে ট্রাক- মাইক্রোবাস সংঘর্ষে চালক নিহত

398
0
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় চালক

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে ট্রাক- মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন।

রবিবার সকালে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি মুচিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, সকালে পাবনা থেকে একটি মাইক্রোবাস যাত্রী নামিয়ে দিয়ে ঢাকা যাচ্ছিল। পথে গড়মাটি মুচিপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা খুলনা গামী একটি পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক শরিফুল ইসলাম (৪৫) নিহত হন।

এসময় আরো ৩ জনকে উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ে।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম জানান, ট্রাক- মাইক্রোবাস থানায় নিয়ে আসা হয়েছে,তবে ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে। নিহত শরিফুল ইসলাম চট্টগ্রামের মিরসরাই এলাকার মৃত মখলেছুর রহমানের ছেলে।

Previous articleধোঁকাবাজ এনজিওগুলো বারবার নাটোরকে কেন বেছে নিচ্ছে?
Next articleকরোনা পজিটিভ ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here