
নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম ঃ
নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মাজেদুল বারী নয়ন কে বরণ করেছে নেতা কর্মীরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে সড়ক পথে রাজ্জাক মোড় এলাকায় পৌছলে নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে বড়াইগ্রাম পৌরসভার শহীদ মিনারের বেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামীরীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মাজেদুল বারী নয়ন সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
