Home অন্যান্য জেলা সংবাদ বড়াইগ্রামে নৌকার প্রার্থী ‘নয়ন’ মেয়র নির্বাচিত

বড়াইগ্রামে নৌকার প্রার্থী ‘নয়ন’ মেয়র নির্বাচিত

237
0
নয়ন মেয়র নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় বেসরকারী ফলাফলে মেয়র নির্বাচিত হয়েছে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মাজেদুল বারী নয়ন। ৯টি কেন্দ্রের মোট ফলাফলে তিনি ভোট পেয়েছেন ১০হাজার ২৩টি। এবং তার নিকতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনিত ইসাহাক আলী ভোট পেয়েছেন ১হাজার ৩৮৬টি।

এর আগে সুষ্ঠু ও শান্তিভাবে সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। তবে কারচুপি এবং কেন্দ্রে থেকে এজেন্ট বরে করে দেওয়ার অভিযোগে বেলা দুইটার দিকে ভোট বর্জনের ঘোষনা দেন বিএনপির প্রার্থী ইসাহাক আলী।

উল্লেখ্য, বড়াইগ্রাম পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৬০৬ জন। এ পৌরসভায় নির্বাচনে মেয়র পদে দুই জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Previous articleকরোনাকালীন সময়ে আমাদের কোন ঔষধ সংকট ছিল না -মহাপরিচালক
Next article‘মিলগুলো বন্ধের সিদ্ধান্ত হয়নি, শুধু কার্যক্রম স্থগিত রয়েছে-কর্পোরেশনের চেয়ারম্যান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here