
নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরে বড়াইগ্রামে বিদ্যুৎ স্পর্শে নিহত হয়েছে ক্যাবল অপারেটর মহিবুর রহমান (২৫)। সে উপজেলার কয়েন গ্রামের আব্দুর রবের পুত্র।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, মহিবুর রহমান শনিবার সকাল দশটার দিকে তার নিজ গ্রাম এলাকায় ক্যাবল লাইনের সংযোগ দেওয়ার কাজ করতে যায়। এ সময় সে বিদ্যুৎ স্পর্শে গুরুতর আহত হয়। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী।
সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহিবুর রহমান কয়েন কে.সি.এন ক্যাবল নেটওয়ার্ক প্রতিষ্ঠানের শ্রমিক ছিল। সে নিজ এলাকায় ক্যাবল লাইনের ছেড়া তার মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে পড়ে।
