Home জেলা সংবাদ বড়াইগ্রামে বড়াল নদীতে অবৈধ ভাবে নির্মিত বাঁধ অপসারণ

বড়াইগ্রামে বড়াল নদীতে অবৈধ ভাবে নির্মিত বাঁধ অপসারণ

411
0

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাঘাট এলাকায় বড়াল নদীতে নির্মিত অবৈধ বাঁধ কেটে উন্মুক্ত করা হলো নদীটিকে।

এলাকাবাসী জানায়,স্থানীয় একটি ক্লাবের নামে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি উপজেলার নগর ইউনিয়নের বাঘাট এলাকায় বড়াল নদীর ওপর জোর পূর্বক বাধ দিয়ে মাছ চাষ করে আসছিল।এলাকাবাসী নদীটিকে উন্মুক্ত করে স্বভাবিক প্রবাহ চালু করার দাবি জানায় ইউনিয়ন পরিষদের কাছে। দাবির প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমি ডালুর উদ্যোগে পরিষদের অর্থায়নে আজ দুপুরে মাটি কেটে বাধটি অপসারণ করা হয়।

Previous articleহিলিতে রোহিঙ্গাদের বাংলাদেশী পাসপোর্ট প্রাপ্তি ঠেকাতে রেড এলার্ট জারী
Next articleকোকের ভিতর বিষঃ প্রাণে বেঁচে গেল স্কুল ছাত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here