
নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকালে বড়াইগ্রাম পৌর শহরের লক্ষীকোল বাজারের বিভিন্ন মুদিদোকানে এ অভিযান চালানো হয়। বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার পারভেজ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় মূল্য তালিকা না থাকা ও অসাস্থ্যকর পরিবেশ থাকার অপরাধে ভোক্তা অধিকার আইনে সাজেদুর স্টোরে ৫০ হাজার টাকা, এবং আমিনা স্টরে ১০ হাজার টাকা করে ২ দোকান মালিককে ৬০ হাজার টাকা জমিড়ানা আদায় করা হয়। এছাড়াও অন্যান্য দোকান মালিকেদরও স্বাস্থ্য সম্মত পরিবেশে ব্যবসা করার জন্য নির্দেশ দেওয়া হয়।
