Home বিবিধ বড়াইগ্রামে মহান বিজয় দিবস উদযাপন

বড়াইগ্রামে মহান বিজয় দিবস উদযাপন

327
0

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় ৪৯তম মহান বিজয় দিবস উদযাপন হয়েছে। এদিনটি উপলক্ষ্যে বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা সংগঠন, স্কুল, কলেজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালন করে।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, কুচকাওয়াজ, মুক্তিযুদ্ধ ভিত্তিক ডিসপ্লে প্রদর্শন করেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর বড়াইগ্রাম আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম সার্কেল হারুন-অর-রশিদ, উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারী বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস, বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা মহিলা ভাইস-চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, সহ সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে ডিসপ্লে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Previous articleসিংড়ায় মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
Next articleএ যেন আরেক বিআরটিএ অফিস!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here