
নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন মাজেদুল বারী নয়ন।
রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর নিকট তার মনোনয়ন পত্র জমা দেন।
বড়াইগ্রামবাসীর সমর্থন চেয়ে মেয়র প্রার্থী নয়ন বলেন, ‘আমি যেন আপনাদের সুখে-দুঃখে যেভাবে ছিলাম, সেভাবে থাকতে পারি।আমি যদি দলীয় মনোনয়ন পাই তবে বড়াইগ্রাম পৌরসভাকে গ্রীন এন্ড ক্লিন নগরী হিসেবে গড়ে তুলবো।
