Home জেলা সংবাদ বড়াইগ্রামে রিভলবার সহ দু’জন গ্রেফতার

বড়াইগ্রামে রিভলবার সহ দু’জন গ্রেফতার

372
0

নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রাম উপজেলার হাদিস মোড়ে এলাকায় অভিযান চালিয়ে একটি রিভলবার সহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন, বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও গ্রামের রফিকুল ইসলাম (রফিক কারী) ছেলে রাশেদুল ইসলাম ওরফে প্রিন্স(৩২),আতিকুর ভূইয়ার ছেলে বেলাল ভূইয়া (২৭) ।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিরে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা বড়াইগ্রামের হাদিস মোড়ে অভিযান পরিচালনা করে। এসময় অস্ত্র কেনা-বেচার সময় দু’জনকে আটক করা হয়। আটককৃতদের নামে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

Previous article‘বাঘা আইড়’ কি রয়ে যাবে নিরাপদ অ্যাকুরিয়ামে?
Next articleভুয়া আসামি হয়ে ১৮ বছর আদালতে: বাবলু শেখের ভাগ্য নির্ধারণ ২৯ সেপ্টেম্বর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here