Home অন্যান্য বড়াইগ্রামে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বড়াইগ্রামে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

240
0
ফুটবলের ফাইনাল খেলা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
মাদক নয়, খেলা করো, সুস্থ-সুন্দর জীবন গড়ো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।

বৃহস্পতিবার বিকেলে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে অসংখ্য ক্রীড়ামোদী মানুষের উপস্থিতিতে এ খেলা অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান আব্দুল মোমিন আলীর সভাপতিত্বে খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, বনপাড়া পৌরসভার মেয়র কে ,এম জাকির হোসেন ,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মিজানুর রহমান মিজান,তোজাম্মেল হক তোজাম চেয়ারম্যান ৩ নং জোনাইল ইউনিয়ন পরিষদ, মাসুদ রানা মান্নান সভাপতি বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ,শাহাবুল ইসলাম সরদার সভাপতি বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগ।

খেলায় অংশগ্রহণ করে ইসলামপুর আটঘরিয়া পাবনা ফুটবল একাদশ ,বনাম গুনাইগাছা চাটমোহর ফুটবল একাদশ, গুনাইগাছা চাটমোহর ফুটবল একাদশ ৩-০ গোলে ইসলামপুর আটঘরিয়া ফুটবল একাদশকে পরাজিত করে বিজয় লাভ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি, খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন সাইদুল ইসলাম সৌরভ, পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আযোজন করা হয়।

Previous articleগোপালপুর পৌর নির্বাচ: দলীয় প্রার্থীকে বিজয় করতে বিএনপির মতবিনিময় সভা
Next articleসড়ক দুর্ঘটনায় ভূমি অফিসের কর্মচারী নিহত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here