
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে ট্রাক মোটর সাইকেল সংঘর্ষে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের হিসাব রক্ষকের নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নাটোর-পাবনা মহাসড়কের ফজলীতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির নাম মোতালেব হোসেন (৫৫)। তিনি পাবনা সাথিয়া উপজেলার নাপিথামপুর গ্রামে আব্দুর জব্বারের ছেলে ও উপজেলা প্রকৌশল অধিদপ্তরের হিসাব রক্ষক কর্মকর্তা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎষাধীন অবস্থায় রাত ১০টা দিকে তার মৃত্যু হয়।
বড়াইগ্রাম উপ-সহকারী প্রকৌশলী আরিফ হোসেন জানান, অফিস শেষ করে গুরুদাসপুুর উপজেরা প্রকৌশল অধিদপ্তরের ইলেক্টিশিয়ান আনোয়ার হোসেনের (৪৫) মোটর সাইকেল যোগে নাটোরের বাসায় ফিরছিলে। মোটর সাইকেলটি ফজলীতলা নামক স্থানে পৌছালে পিছন থেকে অজ্ঞাত ট্রাক চাপা দিয়ে চলে যায়। আহত অবস্থায় বনপাড়া ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতী হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎষাধীন অবস্থায় মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক টিআই কেরামত হোসেন বলেন, পলাতক ট্রাকটি সানাক্তের চেষ্টা চলছে। মামলা পক্রিয়া চলমান রয়েছে।
