
নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় মারিয়া তাসনিম (৮) নামে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে এক এসআই ও তার পরিবারের ৪ জন। রবিবার বেলা ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় এই দুঘর্টনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, ঢাকার কদমতলী থানায় কর্মরত পুলিশের সাব ইন্সপেক্টর আব্দুল জলিল ঈদের ছুটিতে ঢাকা থেকে পরিবার নিয়ে মাইক্রোবাসে নাটোরের সিংড়া উপজেলার বিলভরট গ্রামে যাচ্ছিলেন। পথে বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় এসআই আব্দুল জলিলের কন্যা মারিয়া তাসনিম। গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।
