
নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলা উপলশহর পূর্বপাড়া এলাকা থেকে উদ্বার করা হয়।
আটক ব্যাক্তিরা হচ্ছে, উপজেলার উপলশহর পূর্ব পাড়া আশকান মন্ডল ছেলে আশরাফুল মন্ডল (২৫) ও তফেজ উদ্দিন সরদার ছেলে সাইদুল সরদার (৪০)।
র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এস এম জামিল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই ইয়াবা ট্যাবলেট উদ্বারসহ দুইজনকে আটক করা হয়।
তিনি আরো জানান, উদ্বারকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে। বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
