Home শিরোনাম ভারত সরকারের ৪মন্ত্রী সহ ৪০জনের দল আসছে নাটোরে

ভারত সরকারের ৪মন্ত্রী সহ ৪০জনের দল আসছে নাটোরে

168
0
বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলায়

নিজস্ব প্রতিবেদক:

পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলায় আগামী ২৭ ফেব্রুয়ারী ভারত সরকারের চারজন মন্ত্রী সহ ৪০জন সদস্যের প্রতিনিধি দল আসছে নাটোরে। এই দিন নাটোরের ঐতিহাসিক উত্তরা গণভবন, রানী ভবানী রাজবাড়ি পরিদর্শন করবেন তারা। এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করবেন তারা।

শুক্রবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলা বাস্তবায়নে প্রস্তুতি সভায় এসব তথ্য জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

তিনি বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম এবং বন্ধু প্রতীম দেশ। এদেশের স্বাধীনতায় ভারতের অবদান ভুলার মতো নয়। পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলায় সে দেশের চারজন মন্ত্রী সহ ৪০জনের প্রতিনিধি দল নাটোরে সফর করবেন। তাদের সফরকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ভারত সরকারের মন্ত্রী এবং তাদের প্রতিনিধি দলের সামনে নাটোরের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরা হবে। এজন্য যা যা করার সব ধরনের প্রস্তুতি নিতে হবে।

সভায় নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান, পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান সহ সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সুশিল সমাজের প্রতিনিধিরা।

Previous articleসিংড়ার সাংবাদিক লতিফ মাহমুদ ক্যান্সারে আক্রান্ত: প্রয়োজন আর্থিক সহায়তা
Next articleগুরুদাসপুরে বিএনপি নেতা আজিজকে কুপিয়ে জখম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here