
প্রিয়জনকে সবচেয়ে দামি কিছু উপহার দেওয়া
সবার চিত্তে সদা এ অভিপ্রায় বিরাজমান থাকে।
কাছের মানুষটির ভালবাসার পরশ পেতে
কতোজন কতো কি যতনে আগলে রেখেছে
ভালবাসার মানুষটিকে উদার চিত্তে দিবে ভেবে।
তবে প্রিয়জন যা অধিক পাওয়ার অভিলাষ রাখে,
তার কি যথাযথ পরিচর্যা করা হচ্ছে?
ঘরের মূল্যবান জিনিসটি যেমন যত্নে রাখা হয়
তেমনি মনের সবচেয়ে দামি জিনিস ভালোবাসা
তারও নিয়মিত একটু পরিচর্যার প্রয়োজন হয়।
সদ্য রোপণ করা চারাটির যেমন যত্নে নিতে হয়
তেমনি ভালবাসার যে একটা সতেজ প্রাণ আছে
তা অনাহত রাখতে সঠিক পরিচর্যার দরকার পড়ে।
