Home সাহিত্য ও সংস্কৃতি ভালবাসারও পরিচর্যা লাগে-জাকির মুন্সী

ভালবাসারও পরিচর্যা লাগে-জাকির মুন্সী

364
0
কবি জাকির মুুন্সীর কবিতা

প্রিয়জনকে সবচেয়ে দামি কিছু উপহার দেওয়া
সবার চিত্তে সদা এ অভিপ্রায় বিরাজমান থাকে।
কাছের মানুষটির ভালবাসার পরশ পেতে
কতোজন কতো কি যতনে আগলে রেখেছে
ভালবাসার মানুষটিকে উদার চিত্তে দিবে ভেবে।
তবে প্রিয়জন যা অধিক পাওয়ার অভিলাষ রাখে,
তার কি যথাযথ পরিচর্যা করা হচ্ছে?
ঘরের মূল্যবান জিনিসটি যেমন যত্নে রাখা হয়
তেমনি মনের সবচেয়ে দামি জিনিস ভালোবাসা
তারও নিয়মিত একটু পরিচর্যার প্রয়োজন হয়।
সদ্য রোপণ করা চারাটির যেমন যত্নে নিতে হয়
তেমনি ভালবাসার যে একটা সতেজ প্রাণ আছে
তা অনাহত রাখতে সঠিক পরিচর্যার দরকার পড়ে।

Previous articleস্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবী করে বিচার বিভাগীয় তদন্ত চান নাটোরের সাংবাদিকরা
Next articleনাটোরে সরকার বিরোধি বিক্ষোভের সময় শিবিরের ১৭ নেতা-কর্মীকে আটক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here