
আকাশে মুহুর্মুহু, বৃষ্টির গালে চুমু
আষাঢ় মেঘে,
দুরুদুরু এই মন, ভিজে দেখো সারাক্ষণ
বর্ষাতি ফেলে ।
ঝরো ঝরো বৃষ্টি, কত কত আয়োজন, বলেছিল রোদ;
মেঘেরও বৃষ্টিকে বড় প্রয়োজন, অভিমান শেষে..
ভিজে মেঘ জবুথবু বর্ষাতি রেখে।
ভুলোমন বর্ষণ, জলে গা ধূয়ে
মেঘের বৃষ্টিবিলাস গেছে মন ছুঁয়ে,
গড়ায়ে পড়ছে জল চিবুক বেয়ে..
দুরুদুরু এই মন, ভিজছিল সারাক্ষণ, বর্ষাতি রেখে।
