
নিজস্ব প্রতিবেদক:
কোন ভাবেই যেন লাগাম টেনে ধরা যাচ্ছে না মুরগির বাজার। প্রশাসনের অভিযানের পরও টালমাতাল অবস্থায় চলছে মুরগির বাজার। রবিবার সকালে নাটোরের সিংড়ার বাজারে মুরগি বিক্রি হচ্ছিল ২৫০টাকা কেজি দরে।
সেখানে ভোক্তা অধিকার অভিযান চালানোর পর মুুহুর্তের মধ্যে ২৫০টাকা কেজি দরের মুরগি ১৭০টাকায় বিক্রি হয়। এসময় মুরগি কিনতে হুমড়ি খেয়ে পড়েন সাধারণ মানুষরা।
নাটোর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদি হাসান তানভির জানান, রবিবার সকালে জেলার সিংড়া উপজেলার মুরগির বাজারে অভিযান পরিচালনা করা হয়। সেখানে ২৫০টাকা কেজি দরে মুরগি বিক্রি হতে দেখা যায়।
এসময় লিমা পোল্ট্রি হাউজের মুরগি বিক্রেতার কাছে রশিদ চাইলে কোন রশিদ দেখাতে পারে না। পরে মুরগি বিক্রেতার ৩হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ১৭০টাকা দর বেধে দিলে মুরগি কিনতে হুমড়ি খেয়ে পড়েন সাধারণ মানুষ। এছাড়া একই এলাকায় ভাই ভাই কসমেটিকস এর মালিককে ৩হাজার এবং বাবা মায়ের আর্শীবাদ স্টোরকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।
