Home তথ্য প্রযুক্তি মন্ত্রীত্ব গ্রহণের দ্বিতীয় মেয়াদে দু’বছর পূর্ণ করলেন প্রতিমন্ত্রী পলক

মন্ত্রীত্ব গ্রহণের দ্বিতীয় মেয়াদে দু’বছর পূর্ণ করলেন প্রতিমন্ত্রী পলক

186
0
প্রতিমন্ত্রী পলকের মন্ত্রীত্ব গ্রহণের দু’বছর

নিজস্ব প্রতিবেদক:
মন্ত্রীত্ব গ্রহণের দ্বিতীয় মেয়াদে সফলতার সঙ্গে দুই বছর পূর্ণ করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। আজকের এই দিনে টানা দ্বিতীয়বারের মতো আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন প্রতিমন্ত্রী পলক।

এরআগে ২০১৪ সালের ৫জানুয়ারী নির্বাচনের পর প্রথমবারের মতো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন তিনি। এরপর ২০১৯সালের ৬জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করার পর ৭জানুয়ারী দ্বিতীয় মেয়াদে আবারও তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন প্রতিমন্ত্রী পলক।

তবে বৈশ্বিক করোনা মহামারির সময় বেশ কিছু অ্যাপস বানিয়ে আলোচনা আসে আইসিটি বিভাগ। সবাই যখন গৃহবন্দি তখন অনলাইন প্লাট ফর্মে সকল কাজ-কর্ম চালিয়েছে আইসিটি বিভাগ।

উল্লেখ্য, ২০০৮সালের ৩০ডিসেম্বর নাটোর-৩ (সিংড়া) আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন জুনাইদ আহমেদ পলক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here