Home মিডিয়া মফস্বল সাংবাদিকতা ও চ্যালেঞ্জিং

মফস্বল সাংবাদিকতা ও চ্যালেঞ্জিং

629
0
আবু জাফর

সাংবাদিকতা পেশাই একটা চ্যালেঞ্জের, তার ওপর আবার মফস্বল সাংবাদিকতা। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় সাংবাদিকতায়। বিভিন্ন প্রকার হুমকি, মামলা-হামলার শিকার হতে হয় যে পেশায় সেটাই হলো সাংবাদিকতা। তবে ঝুঁকি থাকলেও অত্যন্ত সম্মানজনক পেশা এটা।

সাংবাদিকদের সমাজের দর্পন বা আয়না বলা হয়। তবে হলুদ সাংবাদিকদের সংখ্যাও কিন্তু কম নয়। এরা প্রকৃত সাংবাদিকদের সম্মানহানি করে থাকে। জেলা, উপজেলা পর্যায়ে সাংবাদিকদের অনেক পরিশ্রম রতে হয়। একটা সংবাদ তৈরি করতে হলে ছুটতে হয় একেবারে তৃণমূলে।

অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হয় মফস্বল সাংবাদিকদের। দূর্নীতি, অনিয়মের সংবাদ তৈরি করতে হুমকি বা হামলা হয়। জনপ্রতিনিধি, প্রশাসন বা ক্ষমতাশীসদের বিরুদ্ধে সংবাদ হলেই অবস্থা কিছুটা অন্যরকম হয়। মফস্বল এলাকায় সাংবাদিকদের তেমন নিরাপত্তা দেয়ারও কেউ থাকে না।

অনেক সময় মামলা হয়। কিছু কিছু ব্যতিক্রম ঘটনাও ঘটে যেমন, পুলিশ প্রশাসনের সাথে পূর্বে কোন বিরোধ থাকলে তুচ্ছ কিছু ঘটনাকে কেন্দ্র করে হাতকরাও পরানো হয়। সাংবাদিকদের জন্য চরম লজ্জাজনক বিষয় এটা।

সারাদিন ছুটতে হয় সংবাদের জন্য। উপজেলা পরিষদ, পৌর পরিষদ, থানা, স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন সরকারী দপ্তর, বে-সরকারী প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, প্রত্যন্ত অঞ্চলে ছুটতে হয় মফস্বল সাংবাদিকদের। এভাবেই চলছে মফস্বল সাংবাদিকতা। তবে এভাবে চললে হবেনা। সাংবাদিকদের নিরাপত্তার জন্য আইন পাশ করা উচিত এবং আইনের ব্যবহার নিশ্চিত করতে হবে। আইনের পাশাপাশি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

কেননা একতাই বল। একত্রে থাকলে শক্তি পাওয়া যায় এবং প্রতিপক্ষ ভীতচিত্ত অবস্থায় থাকে। দেশে দিন দিন সাংবাদিক হত্যা ও নির্যাতন বেড়েই চলেছে। সাগর-রুনি হত্যার কোন আসামী এখন পর্যন্ত সনাক্ত বা গ্রেফতার হয়নি। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে সাংবাদিকের ওপর হামলা হচ্ছে।

বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে। কিন্তু এর কোন বিচার লক্ষ্য করা যাচ্ছে না। এমতাবস্থায় সাংবাদিকরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। সরকারের উচিত সাংবাদিকদের নিরাপত্তার জন্য বিশেষ নজর দেয়া এবং সাংবাদিক নেতাদের উচিত সরকারের কাছে বিভিন্ন দাবি উপস্থাপন করা।

মফস্বল সাংবাদিকরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হন। আর এমনিতেই তো মফস্বল সাংবাদিকতা একটা চ্যালেঞ্জিং পেশা। এটা দেশের সকল শ্রেণীর জনগনই জানে। এক প্রকার যুদ্ধ করেই টিকে থাকতে হয় মফস্বল সাংবাদিকদের।

লেখক: আবু জাফর সিদ্দিকী,সংবাদকর্মী, নাটোর

Previous articleসিংড়ায় উপজেলা প্রশাসনের কর্মচারীদের কর্মবিরতি
Next articleনলডাঙ্গায় এবার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ডাকাতির চেষ্টা: সরঞ্জাম উদ্ধার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here